বাংলাদেশ বিমান বাহিনীতে বিমান সেনা নিয়োগ বিজ্ঞপ্তি ২০২১

 

বাংলাদেশ বিমান বাহিনীতে বিমান সেনা নিয়োগ বিজ্ঞপ্তি ২০২১



বাংলাদেশের সকল চাকরি প্রত্যাশী এবং বেকারদের জন্য বাংলাদেশ বিমান বাহিনী নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ ।যারা নিজের এবং নিজের পরিবারের সুন্দর ভবিষ্যতের জন্য ভাল একটি চাকরি খুঁজছেন তাদের জন্য এই চাকরিটা হতে পারে কাঙ্ক্ষিত চাকরি।

নিচে এই চাকরির বিস্তারিত বর্ণনা দেয়া হয়েছে। এসএসসি/সমমান, পাস প্রার্থীরা প্রতিষ্ঠানের ওয়েবসাইটের মাধ্যমে অনলাইনে আবেদন করতে পারবেন। বাংলাদেশ বিমান বাহিনী চাকরির অনলাইনে আবেদন করতে চাইলে বিমান বাহিনীর ওয়েবসাইট

www.joinbangladeshairforce.mil.bd মাধ্যমে আবেদন করুন এবং নিজেকে উক্ত চাকরির পরিক্ষার/ভাইভার জন্য প্রস্তুতি নিন।

এক নজরে দেখুন প্রতিষ্ঠান পরিচিতি

বাংলাদেশ বিমান বাহিনী বাংলাদেশ সশস্ত্র বাহিনীর আকাশ যুদ্ধ শাখা। বিমান বাহিনীর প্রাথমিক দায়িত্ব হচ্ছে বাংলাদেশের

আকাশ সীমার সার্বভৌমত্ব রক্ষা করা। পাশাপাশি, বাংলাদেশ সেনাবাহিনী ও বাংলাদেশ নৌবাহিনীকে বিমান সহায়তা প্রদান করাও বিমান বাহিনীর অন্যতম দায়িত্ব।

এছাড়াও বিমান বাহিনী দেশে ও বিদেশে বিভিন্ন দুর্যোগে মানবিক সহায়তা প্রদান করে থাকে এবং বিশ্বব্যাপী শান্তিরক্ষা কার্যক্রমের সাথেও যুক্ত রয়েছে।

বাংলাদেশ বিমান বাহিনী নিয়োগ বিজ্ঞপ্তি ২০২১ – Bangladesh Air Force Job Circular 2021


আপনি কি ইন্টারনেটে বাংলাদেশ বিমান বাহিনী চাকরির নিয়োগ বিজ্ঞপ্তি খোঁজ করছেন? বাংলাদেশ বিমান বাহিনী নতুন চাকরির বিজ্ঞপ্তি প্রকাশ করেছে।

এখানে উক্ত চাকরির বিবরণ সহ জব সার্কুলার ইমেজ / পিডিএফ ডাউনলোড এবং আবেদন করার পদ্ধতি বিস্তারিত উল্লেখ করা হয়েছে।

বাংলাদেশ বিমান বাহিনী চাকরির নিয়োগ বিজ্ঞপ্তির সারাংশ এক নজরে দেখে নিন

যে ট্রেড গুলো থাকছেঃ-
টেকনিক্যাল, নন টেকনিক্যাল,এম টি ও এফ, প্রভোস্ট, চিকিৎসা সহকারী, আই টি সহকারী, পি এফ এন্ড ডি আই

টেকনিক্যাল ট্রেড -(পুরুষ)
নন টেকনিক্যাল -(পুরুষ)
এম টি ও এফ -(পুরুষ)
আই টি সহকারী -(পুরুষ)
প্রভোস্ট -(পুরুষ এবং মহিলা)
পি এফ এন্ড ডি আই -(পুরুষ এবং মহিলা)
চিকিৎসা সহকারী -(পুরুষ এবং মহিলা)

প্রতিষ্ঠান / সংস্থার নামঃ বাংলাদেশ বিমান বাহিনী


খালি পদ সংখ্যাঃ অসংখ্যা

চাকরির ক্যাটাগরিঃ সরকারি বাহিনীতে চাকরি


বেতনঃ সরকারি বেতন স্কেল অনুসারে / ৳


কর্মস্থলঃ বাংলাদেশের যে কোন জায়গায় (বিস্তারিত জানতে বিজ্ঞপ্তি দেখুন)

বিজ্ঞপ্তি প্রকাশঃ ৮/০৮/২০২১

আবেদনে শুরুঃ ১০ আগস্ট ২০২১

আবেদনের শেষ দিনঃ ৩১ আগস্ট ২০২১

চাকরির বিজ্ঞপ্তির সূত্রঃ বিমান বাহিনী অফিশিয়াল ওয়েবসাইট / খবরের কাগজ।

বাংলাদেশ বিমান বাহিনীতে আবেদন করার উপায়ঃ

অনলাইনে www.joinbangladeshairforce.mil.bd ওয়েবসাইট থেকে আবেদন করতে হবে। পুরুষ মহিলা উভয়েই আবেদন করতে পারবে।

আবেদন করতে যা যা লাগবেঃ


এস এস সি মার্কশিট
পাসপোর্ট সাইজের এক কপি রঙিন ছবি
ভোটার আই ডি কার্ড/ জন্মনিবন্ধন
বাবা, মায়ের ভোটার আই ডি কার্ড

বাংলাদেশ বিমান বাহিনী নিয়োগ বিজ্ঞপ্তি ২০২১


বাংলার চাকরি প্রত্যাশী ভিজিটরদের জন্য সকল প্রকাশিত চাকরির বিস্তারিত উল্লেখ করে থাকে। এখান থেকে বিমান বাহিনী জব সার্কুলারের ছবি দেখতে এবং চাইলে ডাউনলোড/সেভ করেও রাখতে পারেন।

আপনাদের সুবিধার্থে সার্কুলারটির পিডিএফ ফাইল দেওয়া হলো ডাউনলোড করতে ক্লিক করুন এখানে

বাংলাদেশ বিমান বাহিনীতে আবেদনের শিক্ষাগত যােগ্যতা

টেকনিক্যাল ট্রেড -(পুরুষ) এস এস সি বিজ্ঞান শাখা ৩.৫০
নন টেকনিক্যাল -(পুরুষ) এস এস সি যে কোন বিভাগ ৩.৫০
এম টি ও এফ -(পুরুষ) এস এস সি বিজ্ঞান শাখা ৩.০০
আই টি সহকারী -(পুরুষ) এস এস সি বিজ্ঞান শাখা ৩.৫০
প্রভোস্ট -(পুরুষ এবং মহিলা) এস এস সি যে কোন বিভাগ ৩.৫০
পি এফ এন্ড ডি আই -(পুরুষ এবং মহিলা) এস এস সি যে কোন বিভাগ ৩.৫০
চিকিৎসা সহকারী -(পুরুষ এবং মহিলা) এস এস সি জীববিজ্ঞানসহ বিজ্ঞান শাখায় ৩.৫০

বিমান সেনা নিয়োগের ক্ষেত্রে বয়সঃ

১৬ থেকে ২১ বছর ( ২৭ মার্চ ২০২২ তারিখে)
এম টি ও এফ ১৬-২৪ ( ২৭ মার্চ ২০২২ তারিখে)
চিকিৎসা সহকারী MATS সম্পন্নকারীদের ক্ষেত্রে সর্বোচ্চ ২৬ বছর ( ২৭ মার্চ ২০২২ তারিখে)

উচ্চতা- (পুরুষ)
সকল ট্রেড -৫ ফুট ৪”
প্রভোস্ট, পি এফ এন্ড ডি আই -৫ ফুট ৮”
উচ্চতা – (মহিলা)
চিকিৎসা সহকারী – ৫ ফুট
প্রভোস্ট, পি এফ এন্ড ডি আই – ৫ ফুট ৩”

বাংলাদেশ বিমান বাহিনীতে আবেদনের নিয়ম


আবেদন নিয়ম: সরাসরি www.joinbangladeshairforcc.mil.bd ওয়েবসাইটে ‘Apply Now’-এ ক্লিক করে পরবর্তী নির্দেশনা অনুযায়ী রেজিস্ট্রেশন করে ফি বাবদ ২০০/- টাকা পরিশােধ করা হলে রেজিস্ট্রকৃত মােবাইল নম্বরে ইউজার আইডি এবং পাসওয়ার্ড প্রেরণ করা হবে।

প্রাপ্ত ইউজার আইডি এবং পাসওয়ার্ড-এর মাধ্যমে ‘Login’ করে অনলাইনে আবেদনপত্র পূরণ ও প্রিন্ট করতে হবে।

উক্ত আবেদনপত্র প্রাথমিক লিখিত পরীক্ষার নির্ধারিত তারিখে সম্প্রতি তােলা উল্লেখিত সংখ্যক সত্যায়িত ছবি (অবশ্যই ল্যাব প্রিন্ট ও পুরুষ প্রার্থীদের ক্ষেত্রে কলারসহ শার্ট পরিহিত ছবি হতে হবে), শিক্ষাগত যােগ্যতার সনদ ও অন্যান্য সনদের সত্যায়িত ফটোকপিসহ বিমান বাহিনী তথ্য ও নির্বাচনী কেন্দ্রে জমা দিতে হবে।


 

Comments

Popular posts from this blog

HSC 2021 Higher math 2nd paper 3rd week Assignment Answer